খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস পালিত
মোফাজ্জল হোসেন ইলিয়াছ/খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস উপলক্ষে আজ বুধবার (১৫ ডিসেম্বর) সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, পতাকা উত্তোলন করেন, মুক্তিযোদ্ধা কমান্ডারগন।
এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার আব্দুর রহমান বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কামান্ডের সাবেক কমান্ডার রইস উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, যুগ্ম-সম্পাদক মোঃ আরিফুল ইসলাম ও আব্দুল কুদ্দুস প্রমুখ।
উল্লেখ্য যে, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর গাছবান কুকিছড়ায় পাকিস্তানি বাহিনীকে হাটিয়ে ১৫ ডিসেম্বর খাগড়াছড়িতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। তৎকালীন মুক্তিযুদ্ধের সংগঠক দোস্ত মোহাম্মদ চৌধুরী স্বাধীনতার পতাকা উত্তোলন করে ছিলেন।
