ঢাকাশনিবার , ১১ ডিসেম্বর ২০২১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আর্ন্তজাতিক
  5. ইসলাম
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. জানা অজানা
  12. টিপস
  13. ঢাকা
  14. তথ্য ও প্রযুক্তি
  15. দুর্ঘটনা
সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে হেডম্যান ও কার্বরীদের নিয়ে সভা অনুষ্টিত

স্টাফ রিপোর্টারঃ
ডিসেম্বর ১১, ২০২১ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়িতে হেডম্যান ও কার্বরীদের নিয়ে সভা অনুষ্টিত

Advertisements

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে হেডম্যান ও গ্রাম প্রধান কার্বরীদের নিয়ে সভা করেছে মং সার্কেল চীফ রাজা সাচিং প্রু চৌধুরী।
রাজ পূন্যাহের দ্বিতীয় দিন আজ শনিবার দুপুরে তিনি এ সভা করেন

এসময় মং সার্কেল চীফ রাজা সাচিং প্রু চৌধুরী পার্বত্য অঞ্চলের প্রথাগত মৌজা প্রধান হেডম্যান ও গ্রাম প্রধান কার্বরীদের পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার লক্ষ্যে বৃক্ষ নিধন ও প্রাকৃতিক বনায়ন বৃদ্ধিতে জনসচেতনা সৃষ্টি ও বাগান সৃজনের উপর জোর দেয়ার আহবান জানান।

সম্মলনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন।

মং সার্কেলের রাজা সাচিংপ্রু চৌধুরীর সভাপতিত্বে এই সম্মলনে আরো বক্তব্য রাখেন, ইউএনডিপি‘র জেলা ফ্যাসিলেটর সুভাষ দত্ত চাকমা, উচিমং চৌধুরী, জেলা হেডম্যান এসোসিয়াশেনের সাধারণ সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা, কার্বারি এসোসিয়াশনের সাধারণ সম্পাদক হেমো রঞ্জন চাকমা, জেলা পরিষদ সদস্য হিরন জয় ত্রিপুরা প্রমূখ।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেন, পার্বত্য জেলা পরিষদের প্রধান কাজই হলো পাহাড়ের ঐতিহ্যবাহী রাজা-হেডম্যান-কার্বারিদের ক্ষমতায়িত করা। এই প্রথাগত ব্যবস্থাকে এগিয়ে নিতে জেলা পরিষদ সম্ভব সব কিছু করবে।

ইউএনডিপি‘র সহায়তায় মং সার্কল এই সম্মলনের আয়োজন করে। জেলার ১শ ২১জন হেডম্যান ও ৫শ এর মত কার্বারি সম্মলনে অংশ নিয়েছেন।

Advertisements

  বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়। ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫, E-mail: bornamela03@gmail.com