খাগড়াছড়িতে হেডম্যান ও কার্বরীদের নিয়ে সভা অনুষ্টিত
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে হেডম্যান ও গ্রাম প্রধান কার্বরীদের নিয়ে সভা করেছে মং সার্কেল চীফ রাজা সাচিং প্রু চৌধুরী।
রাজ পূন্যাহের দ্বিতীয় দিন আজ শনিবার দুপুরে তিনি এ সভা করেন
এসময় মং সার্কেল চীফ রাজা সাচিং প্রু চৌধুরী পার্বত্য অঞ্চলের প্রথাগত মৌজা প্রধান হেডম্যান ও গ্রাম প্রধান কার্বরীদের পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার লক্ষ্যে বৃক্ষ নিধন ও প্রাকৃতিক বনায়ন বৃদ্ধিতে জনসচেতনা সৃষ্টি ও বাগান সৃজনের উপর জোর দেয়ার আহবান জানান।
সম্মলনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন।
মং সার্কেলের রাজা সাচিংপ্রু চৌধুরীর সভাপতিত্বে এই সম্মলনে আরো বক্তব্য রাখেন, ইউএনডিপি‘র জেলা ফ্যাসিলেটর সুভাষ দত্ত চাকমা, উচিমং চৌধুরী, জেলা হেডম্যান এসোসিয়াশেনের সাধারণ সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা, কার্বারি এসোসিয়াশনের সাধারণ সম্পাদক হেমো রঞ্জন চাকমা, জেলা পরিষদ সদস্য হিরন জয় ত্রিপুরা প্রমূখ।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেন, পার্বত্য জেলা পরিষদের প্রধান কাজই হলো পাহাড়ের ঐতিহ্যবাহী রাজা-হেডম্যান-কার্বারিদের ক্ষমতায়িত করা। এই প্রথাগত ব্যবস্থাকে এগিয়ে নিতে জেলা পরিষদ সম্ভব সব কিছু করবে।
ইউএনডিপি‘র সহায়তায় মং সার্কল এই সম্মলনের আয়োজন করে। জেলার ১শ ২১জন হেডম্যান ও ৫শ এর মত কার্বারি সম্মলনে অংশ নিয়েছেন।
