কে ও কিভাবে পাবেন বুস্টার ডোজ টিকা
স্টাফ রিপোর্টারঃ
প্রথমে সম্মুখসারির ব্যক্তি চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের বুস্টার ডোজের টিকা দেওয়া হবে।
পর্যায়ক্রমে অন্যরাও বুস্টার ডোজ পাবেন। সূত্র-স্বাস্থ্য মন্ত্রণালয়।
আজ রবিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকার বিসিপিএসে শুরু হয়েছে বুস্টার ডোজ টিকা দান কর্মসূচী। প্রতিষ্টানটির সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা মাহমুদ হোসেনকে টিকা প্রদান করে এই কর্মসূচীর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এরপর টিকা দেওয়ার হয় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, আইনমন্ত্রী আনিসুল হককে। প্রাথমিকভাবে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হবে।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে বিশ্বব্যাপী বুস্টার ডোজ নেওয়ার ওপর জোর দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র মতে, যারা কোভিড টিকার দুই ডোজ নিয়েছে, তারা ধাপে ধাপে বুস্টার ডোজ পাবেন। এজন্য তাদের আর সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে না।
এ ক্ষেত্রে যারা বুস্টার ডোজ পাবে, তাদের কোথায় কবে আসতে হবে, সেটি এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, দেশের প্রায় সাত কোটি মানুষকে টিকার প্রথম ডোজ ও প্রায় সাড়ে চার কোটি মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে শতকরা ত্রিশ ভাগ মানুষকে দুই ডোজ করে টিকা দেওয়া হয়েছে।
