কবরস্থানে শামীম ওসমান
অনলাইন ডেক্সঃ
নারায়ণগঞ্জ ক্লাবের উদ্যোগে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া ৩৭ সদস্য ও তার পরিবারকে দেওয়া হয়েছে সংবর্ধনা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, শামীম ওসমান।
অনুষ্ঠানে একাত্তরের স্বাধীনতা যুদ্ধের ভয়ঙ্কর অভিজ্ঞতা আর স্মৃতিচাণ করতে গিয়ে বারবার চোখ মুছছিলেন দেশের অন্যতম প্রভাবশালী রাজনীতিক শামীম ওসমান এমপি। শনিবার রাঁতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি।
অপরদিকে, আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে অনুষ্টিত বৈঠকে সবার নজর ছিল এই প্রভাবশালী নেতার দিকে। সোমবারের বৈঠকে এই নেতা আসবেন কি? দোদুল্যমান ছিলেন নেতা-কর্মীরাও। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ঢাকা বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতাদের সেই বৈঠকে শেষ পর্যন্ত তিনি আসেননি।
খবর নিয়ে জানা গেছে, দলীয় সেই বৈঠকে না আসলেও তিনি ছিলেন, তার প্রয়াত বাবা-মা আর ভাইয়ের কবরে।
সভায় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবর্গ, দলীয় প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবর্গ, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, সাবেক নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা বাবলী।
