একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ভারতে
অনলাইন ডেক্সঃ
করোনাভাইরাস মহামারিতে গেল জুলাই মাসের পর একদিনে সর্বোচ্চ প্রাণহানি দেখল ভারত। রোববারে ভাইরাসে দেশটির দু’টি রাজ্যে মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, দেশের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্য নথিবিহীন ২ হাজার ৪২৬ জনের মৃত্যুর তথ্য তালিকায় যোগ করেছে। একই দিনে দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ২শ ৬৩ জনের মৃত্যু তালিকায় যুক্ত করা হয়েছে।
রয়টার্সের হিসাব অনুযায়ী, সংশোধিত এই পরিসংখ্যানের ফলে দেশটিতে করোনায় একদিনে ২ হাজার ৭৯৬ জনের প্রাণহানি ঘটেছে; যা গত ২১ জুলাইয়ের পর একদিনে সর্বোচ্চ।
ভারতের রাজ্যগুলো নথিভুক্ত করা হয়নি এমন মৃত্যুর সংখ্যা সম্প্রতি করোনায় প্রাণহানির তালিকাভুক্ত করতে শুরু করেছে। দেশটির কিছু চিকিৎসা বিশেষজ্ঞ বলছেন, ভারতে করোনায় ৪ লাখ ৭৩ হাজার ৩২৬ জনের প্রাণহানী হয়েছে। সূত্র: রয়টার্স
