ইয়াবাসহ পুলিশ কর্মকর্তা আটক
Advertisements
অনলাইন ডেক্সঃ
কিশোরগঞ্জ শহরের যশোদল ইউনিয়নের সিদ্ধেশ্বরী কালীবাড়ী রেলগেট এলাকা থেকে ৩ হাজার ৮শ ৫০ পিস ইয়াবাসহ এএসআই এনামূল হককে বুধবার রাঁতে আটক করেছে র্যাব। সে জেলার ইটনা থানায় কর্মরত।
র্যাব জানায়, একটি মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের সময় র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। তার কাছ থেকে ৩হাজার ৮শ ৫০ ইয়াবা জব্দ করা হয়। রাতেই তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্লা বলেন, এনামুল দীর্ঘ আড়াই মাস মেডিকেল ছুটিতে। বর্তমানে তিনি শাস্তিমূলক ছুটিতে রয়েছেন। তার বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়ায়।
Advertisements
বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী
আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়।
ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫,
E-mail: bornamela03@gmail.com
