ইসরায়েলি চালাকির প্রতিবাদে ইরান, রাশিয়া, তুরস্ক
অনলাইন ডেক্সঃ
সিরিয়ার মাটিতে বে-সামরিক বিমানকে ব্যবহার করে ইসরায়েল যে হামলা চালিয়ে আসছে তার প্রতিবাদ জানিয়েছে ইরান, রাশিয়া ও তুরস্ক।
আস্তানা শান্তি প্রক্রিয়ার ১৭তম বৈঠক শেষে তিন দেশ এক যৌথ বিবৃতিতে ইসরাইলের অব্যহত হামলার নিন্দা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার ওপর এ ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য চরম হুমকি।
ইসরায়েলি আগ্রাসন অবসানের আহ্বান জানিয়ে দেশ তিন বলছে, এই আগ্রাসন আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। ইসরায়েলি হামলার কারণে সিরিয়ার বেসামরিক নাগরিকদের জীবন চরম হুমকির মুখে পড়ছে। এটি বেসামরিক জনগণের জীবনকে বিপন্ন করছে।
গত মঙ্গলবার কাজাখস্তানের রাজধানী নূর সুলতানে দুদিনব্যাপী আস্তানা শান্তি প্রক্রিয়ার বৈঠক শুরু হয়। এতে ইরান, তুরস্ক ও রাশিয়ার প্রতিনিধিরা ছাড়াও সিরিয়ার সরকার এবং বিরোধী প্রতিনিধিরা অংশ নেন।
