ইয়েমেনে সৌদি সমর্থিত ৫০ কমান্ডার নিহত
আন্তর্জাতিক ডেক্সঃ
ইয়েমেনের মারিব প্রদেশ দখলের লড়াইয়ে সৌদি আরব সমর্থিত পঞ্চশ সামরিক কমান্ডার নিহত হয়েছে।
এ সংঘর্ষে সৌদি আরবের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অপর দিকে সাম্প্রতিক মাসগুলোতে মেজর জেনারেল নাসের আল-জুবিয়ানিসহ অন্তত ৫৩ জন হাদিপন্থী কমান্ডার নিহত হয়েছেন। হুথি গোয়েন্দা বাহিনী সৌদি সমর্থিত মিলিশিয়ার সামরিক ও নিরাপত্তা বাহিনীতে ঢুকে তাদের গতিবিধি নিরীক্ষণ করতে সক্ষম হয়। ইয়েমেনি নিউজ ওয়েবসাইট আল-খবর অনুসারে, হুথি বাহিনী মারিবে তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। আগামী ফেব্রুয়ারিতে একটি বড় আক্রমণ শুরুর পরিকল্পনা রয়েছে তাদের। সৌদি নেতৃত্বাধীন জোট ব্রিটেন, ফ্রান্স এবং মার্কিন সমর্থিত।
অপর দিকে ২০১৫ সালের মার্চ মাসে ইয়েমেনে ব্যাপক বোমা হামলা চালায়। যা ইয়েমেনকে এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে বিশ্বের সবচেয়ে খারাপ দুর্ভিক্ষে পরিণত করেছে। সূত্রঃ মর্নিং স্টার,
প্রসঙ্গত, ২০১৫ সালে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট মানসুর হাদি। তার অনুগত বাহিনীর পক্ষে এই লড়াই করছে সৌদি সমর্থিত বাহিনী।
