আমিরাতকে আয়রন ডোম দেবে না ইসরায়েল
অনলাইন ডেক্সঃ
ইসরায়েলের কাছ থেকে আয়রন ডোম কিনতে চায় সংযুক্ত আরব আমিরাত। সে জন্য প্রস্তাবও দিয়েছিল আমিরাত। কিন্তু তাদের সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে ইসরায়েল।
সাম্প্রতিক সপ্তাহ গুলোতে আমিরাত ইরানের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটেছে। ইরানিদেরকে আমিরাতে সীমানায় ঢুকতে দেয়া এবং স্বাভাবিকভাবে ঘুরতেছে। ইরানের সঙ্গে ব্যবসার মাধ্যমে আমিরাত তেহরানকে আর্থিক নিষেধাজ্ঞা বাইপাস করতে সাহায্য করছে।
এমনকি নিজেদের ব্যবসা-বাণিজ্য চালানোর জন্য আমিরাতের ব্যাংক গুলোকে ব্যবহার করছে ইরানি কর্মকর্তারা। এত কিছু করছে ইরানিরা কিন্তু আমিরাতের সরকার কিছুই করছে না।
যার কারণে ইসরায়েল আমিরাতের কাছে ডেভিড স্লিং নামে পরিচিত আয়রন ডোম বিক্রির প্রস্তাব নাকচ করেছে ইসরায়েল। আয়রন ডোম দিয়ে স্বল্প-পাল্লার এবং পাখাযুক্ত মিসাইলকে প্রতিহত করা যায়।
ইসরায়েলি পত্রিকাটির তথ্য অনুযায়ী, প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে আমিরাতের কয়েকশ’ কোটি টাকা খরচ হতো। এদিকে ইসরায়েলের আশঙ্কা এই চুক্তিতে তেলআবিবকে বাধ্য করতে ইরানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে পারে আমিরাত।
ইরানের সঙ্গে আমিরাতের দীর্ঘদিন ধরেই মতবিরোধ ছিল। তবে সম্প্রতি দুই দেশ তাদের মধ্যকার মতপার্থক্য কমিয়ে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। এই সর্ম্পক উন্নতির কারণে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের। সূত্রঃ ইসরাইলী সংবাদপত্র হায়োম।
