আফগানদের জন্য ১শ কোটি রিয়াল সহায়তা দিবে সৌদি
অনলাইন ডেক্সঃ
আফগানিস্তানের জন্য ১শ কোটি রিয়াল সহায়তার ঘোষণা দিয়েছে সৌদি আরব। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান শনিবার এই ঘোষণা দেন।
সম্মেলনের আয়োজন করায় ইসলামাবাদকে ধন্যবাদ জানিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগান ইস্যুকে অবশ্যই মানবিকভাবে দেখা উচিত। কারণ নারী-শিশুসহ যুদ্ধবিধ্বস্ত দেশটির সব পর্যায়ের মানুষ সমস্যায় ভুগছেন। সেখানকার চলমান অর্থনৈতিক সংকট আরো গুরুতর হয়ে উঠতে পারে।
পাশাপাশি আফগানিস্তান যাতে সন্ত্রাসী ও চরমপন্থী গোষ্ঠীর আশ্রয়স্থলে পরিণত না হয় তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আঞ্চলিক বিভিন্ন দেশসহ পুরো বিশ্বে প্রভাব ফেলতে পারে। এ সময় আফগানিস্তানে দায়েশ সন্ত্রাসী হামলারও নিন্দা জানান সৌদি আরবের এই প্রতিনিধি।
আফগানিস্তানে মানবিক সঙ্কট এবং অর্থনৈতিক পতন রোধে একটি যৌথ কৌশল তৈরি করার জন্য পাকিস্তান ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি শক্তিশালী দেশগুলোর প্রতিনিধিদের জরুরি এ বৈঠকের আয়োজন করে।
অর্থনীতিসহ বিভিন্ন দিক দিয়ে দেশটি বেশ চাপের মুখে রয়েছে। জাতিসংঘের মতে, আফগানিস্তান বর্তমানে বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক বিপর্যয়ের সম্মুখীন। এছাড়া জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিও আফগানিস্তানে আসন্ন দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করে দিয়েছে
