অন্তঃসত্ত্বা বোনকে শিরশ্ছেদ করে হত্যার অভিযোগে ভাই আটক
অনলাইন ডেক্সঃ
ভারতের মহারাষ্ট্রের আওরাঙ্গাবাদে অন্তঃসত্ত্বা বড় বোনকে শিরশ্ছেদ করে হত্যা করেছে বড় ভাই। এই সন্দেহে ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুলিশ বড় ভাইকে আটক করেছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা বলছেন ১৯ বছর বয়সী ওই তরুণী পরিবারের অমতে এক ব্যক্তিকে বিয়ে করেছিল।
তরুণী যখন ভাই ও তার মায়ের জন্য চা বানাচ্ছিল, তখন কাস্তে নিয়ে মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে। ওই কিশোর এবং তরুণীর মা পুলিশের কাছে নিজেরাই ধরা দিয়েছে।
কিশোরের বয়স ১৮-র নিচে বলে তার আইনজীবী জানানোর পর তাকে কিশোরদের জন্য একটি রিমান্ড হোমে পাঠানো হয়েছে। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, তারা আদালতে এই দাবিকে চ্যালেঞ্জ করবেন, কারণ তাদের হাতে একটি সনদপত্র এসেছে, যেটা থেকে দেখা যাচ্ছে সে প্রাপ্ত বয়স্ক। কিশোরীর মাকেও পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
নিহত তরুণীর যে পুরুষের সাথে প্রেমের সম্পর্ক ছিল তাতে পরিবারের অমত থাকায়, ওই তরুণী জুন মাসে বাড়ি থেকে পালিয়ে তার প্রেমিককে বিয়ে করেন। ওই তরুণ একই জাতের হলেও পরিবারের আপত্তির কারণ ছিল ছেলেটির পরিবার তাদের থেকেও বেশি দরিদ্র।
বিয়ের পর তরুণী তার পরিবারের সাথে বিশেষ যোগাযোগ রাখত না, কিন্তু হত্যার ঘটনার এক সপ্তাহ আগে তরুণীর মা মেয়ের সাথে দেখা করতে যান। পুলিশ বলছে তার মা জানতে পারেন তার মেয়ে অন্তঃসত্ত্বা।
