মোফাজ্জল হোসেন ইলিয়াছ/খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ইসলামপুর ফোরকানিয়া মাদ্রাসা ও পাঞ্জেখানা মসজিদের উন্নয়নের জন্য আর্থিক সহযোগীতা দিয়েছে ৩নং পানছড়ি সদর ইউনিয়ন পরিষদ।
আজ শুক্রবার এই আর্থিক সহযোগীতা প্রদান করেন, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ৩নং পানছড়ি সদর ইউপি সচিব মোঃ নজরুল ইসলাম, পানছড়ি বাজারের ব্যবসায়ী মোঃ মনির হোসেন, ইসলামপুর ফোরকানিয়া মাদ্রাসা ও পাঞ্জেখানা মসজিদের পক্ষে মোঃ হাদিছ ও মোঃ মিরাজুল ইসলাম মিরাজ।
এ বিষয়ে মোঃ মিরাজুল ইসলাম মিরাজ বলেন, ৩ নং পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইসলামপুর ফোরকানিয়া মাদ্রাসা ও পাঞ্জেখানা মসজিদের উন্নয়নের জন্য নগদ আর্থিক সহযোগিতা প্রদান করার কারণে মাদ্রাসা ও মসজিদের উন্নয়ন হবে। আমরা ইসলামপুরবাসীর পক্ষ থেকে জননেতা নাজির ভাইকে জানাই আন্তরিক অভিনন্দন।
