ময়মনসিংহের ভালুকায় সরকারী হাসপাতালের ডাক্তারদের পিকনিকের নৌকাডুবি। এ ঘটনায় ডাক্তারসহ ২ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ভালুকা সরকারি হাসপাতাল সূত্রে জানা গেছে আজ মঙ্গলবার (১৭ আগষ্ট) দুপুরের পর ভালুকা থেকে খীরু নদী হয়ে পার্শ্ববর্তী উপজেলার কাউরাইদ এলাকায় শীতলক্ষা নদীতে নৌকাভ্রমন করে ফিরে আসার সময় সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে উপজেলার উড়াহাটি এলাকায় খীরু নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় হাসপাতালের ডাক্তারদের পিকনিকের নৌকা ডুবে যায়। এ ঘটনায় হাসপাতালে কর্মরত ডা. অমিত কুমার ও ভালুকার প্রেস ব্যবসায়ী তানভীর নামে অপর একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ দুজনকে উদ্ধারে অভিযান পরিচালনা করছে ভালুকা ফায়ার সার্ভিসের ডুবুরিদল। এ ঘটনায় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ( ভারপ্রাপ্ত) ডা. মেহেদী হান্নান খান ও আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিনের অবস্থা গুরুতর হওয়ায় ডা. হাসিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার আল-মামুন জানান আমাদের ডুবুরি দল কাজ করছে আরেক গ্রুপ ডুবুরি দল আসতেছে আমরা নৌকা ও নিখোঁজ ব্যাক্তিদের খোজে বের করার চেষ্টা করছি।
Advertisements
বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী
আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়।
ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫,
E-mail: bornamela03@gmail.com
