পিকনিকের নৌকাডুবির সর্বশেষ
ময়মনসিংহের ভালুকায় সরকারী হাসপাতালের ডাক্তারদের পিকনিকের নৌকাডুবি। ফায়ার সার্ভিস সূত্রে জানাযায় ঘটনায় ডাক্তারসহ নিখোজ হওয়া ২ জনের মধ্যে তানভিরের লাশ উদ্ধার হয়েছে এখনো ডা. অমিত কুমার নিখোঁজ রয়েছেন বলে জানান। ভালুকা সরকারি হাসপাতাল সূত্রে জানা গেছে আজ মঙ্গলবার (১৭ আগষ্ট) দুপুরের পর ভালুকা থেকে খীরু নদী হয়ে পার্শ্ববর্তী উপজেলার কাউরাইদ এলাকায় শীতলক্ষা নদীতে নৌকাভ্রমন করে ফিরে আসার সময় সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে উপজেলার উড়াহাটি এলাকায় খীরু নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় হাসপাতালের ডাক্তারদের পিকনিকের নৌকা ডুবে যায়। নিখোঁজ দুজনকে উদ্ধারে অভিযান পরিচালনা করে তানভিরের লাশ রাত ১২টার সময় উদ্ধার করতে সক্ষম হয়েছে ভালুকা ফায়ার সার্ভিসের ডুবুরিদল। এ ঘটনায় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ( ভারপ্রাপ্ত) ডা. মেহেদী হান্নান খান ও আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিনের অবস্থা গুরুতর হওয়ায় ডা. হাসিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
