মোমিন তালুকদার,নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠ সংলগ্ন ময়লার স্তুপ থেকে এক নবজাতক ছেলের লাশ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ।
২০ ফেব্রুয়ারী সন্ধ্যায় এই নবজাতকটি কুকুরে টানা হেচরা করতে দেখতে পেয়ে হাসপাতালে থাকা লোকজন হইচই শুরু করেন। মুহুর্তেই ত্রিশালের বিভিন্ন এলাকায় সংবাদটি ছড়িয়ে পড়ে। পরে ত্রিশাল থানা পুলিশ সংবাদ পেয়ে মৃত নবজাতক ছেলের লাশটি উদ্ধার করে ত্রিশাল থানা নিয়ে আসেন। এ বিষয়ে উদ্ধার কাজে থাকা ত্রিশাল থানা এসআই তাফাজ্জল হোসেনের সাথে কথা বললে তিনি জানান, এলাকার বিশেষ সূত্রে সংবাদের ভিত্তিতে হাসপাতাল এলাকার ময়লার স্তুপ থেকে মৃত নবজাতকের লাশটি উদ্ধার করা হয়েছে। কে বা কারা লাশটি রেখেগেছে তার সন্ধান পাওয়া যায়নি।
পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নজরুল ইসলামের সাথে কথা বললে তিনিও সত্যতা নিশ্চিত করে বলেন, আমিও এই ঘটনার সংবাদ পেয়েছি।
এ ব্যাপারে ত্রিশাল থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।