নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি পৌর আওয়ামী লীগের অন্যতম সদস্য বিশিষ্ট সাংবাদিক মরহম ইব্রাহিম খলিলের কনিষ্ঠ সন্তান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আপেল মাহমুদ বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
স্কুল জীবনে আপেল মাহমুদ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। কলেজে অধ্যায়ন অবস্থায় পৌর ছাত্রলীগের সদস্য নির্বাচিত হন । এরপর কেন্দ্রীয় ছাত্রলীগের উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। আপেল মাহমুদের গ্রামের বাড়ি ত্রিশাল পৌরশহরের দরিরামপুর এলাকায়। সাংবাদিকের ছেলে আপেল মাহমুদ বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটিতে সদস্য নির্বাচিত হওয়ায় বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।