মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিহের ত্রিশাল পৌরসভা নির্বাচনে ব্যাপক ভোটে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ত্রিশাল বাজার ব্যবসায়ী সমিতি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা। পৌরসভার ১নং ওয়ার্ড থেকে নব নির্বাচিত কাউন্সিলর উসমান গনি কুসুম, উপজেলার প্রথম শ্রেণী ঠিকাদার জি এম নূরুল করিম স্বপন ও ত্রিশাল বাজার ইজারাদার মোতাহার হোসেন, প্রমুখ।
এসময় বাজারের কয়েকশত ব্যবসায়ী উপস্থিত ছিলেন। পরে মেয়র আনিছুজ্জামান ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, এ বিজয় সকলের প্রচেষ্ঠা ছিল।