মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আলহাজ্ব নবী নেওয়াজ সরকার এর নৌকা প্রতিককে বিজয়ী করার লক্ষে ত্রিশাল পৌর স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে শুক্রবার (২২ জানুয়ারি) উপজেলা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এমদাদুল হক স্বপন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট নুরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট। ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক এ এন এম শোভা মিয়া আকন্দ, যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম মন্ডল।ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবকলীগ এর সহ-সভাপতি নাজমুল হক মন্ডল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম মাহবুবুল আলম পারভেজ। ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবকরীগের আহবায়ক ইব্রাহিম খলিল শান্ত, সিনিয়র যুগ্ন-আহবায়ক ইমাম হোসেন সাজু, যুগ্ন আহবায়ক ইব্রাহিম খলিল নয়ন, যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মাকসুদ খান, যুগ্ন আহবায়ক মোস্তফা শরিফুল ইসলাম মুক্তা, সম্মানিত সদস্য ইলিয়াস, মাহফুজ, হানিফ।
বর্ধিত সভাটির সঞ্চালনা করেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক শাকিল আহমেদ।
বর্ধিত সভায় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ও ছাত্রলীগ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।