মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া রোডে সড়ক দূর্ঘটনায় ফাতেমা বেগম (৫০) নামের ১জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫ জন।
আহতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার বুলবুল (৩৫), নান্দাইল উপজেলার চৈইতন খালী এলাকার একই পরিবারের বাদশা (২২) জীবন নাহার (২৫) মীম আক্তার (১৭) ও নান্দাইল উপজেলার চরছিরামপুরের আলাউদ্দিন (৪৫)।
ত্রিশাল ফায়ার সার্ভিস তথ্যসূত্রে জানাযায়, বুধবার (২০জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় বালীপাড়া রোডের কর্তাখালীর পাড় নামকস্থানে সিএনজি ও অটোর মুখোমুখি সংর্ঘষে এই দূর্ঘটনা ঘটে। এলাকাবাসী ত্রিশাল ফায়ার সার্ভিসে সংবাদ দিলে ফায়ার সার্ভিস টিম লাশ উদ্ধার করে ত্রিশাল থানায় পুলিশের কাছে হস্তান্তর করে আহতদেরকে চিৎকিসার জন্য ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।