ভালুকা প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলে ময়মনসিংহের ভালুকায় ময়মনসিংহের ভালুকায় প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে ।
রবিবার (১০জানুয়ারী) দুপুরে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হেয়ারিং মেশিন বিতরণ করেন ।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কর্মকর্তা আসরাফুন নাহার, উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক রহিমা আফরোজ শেফালী, সাহেরা সাফায়েত স্কুল এন্ড কলেজের অধ্য্য ওয়াসেক আল আমিন শিপন, সাবেক ছাত্রলীগ নেতা সৌমিত চক্রবর্তি নিপুন, সে¦চ্ছাসেবকলীগ নেতা মাজেদুল হক রুবেল, হামিদ মুন্সিসহ প্রতিবন্ধী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।