ড়মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়ন তাঁতীলীগ এর আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯জানুয়ারি) বিকেলে ইউনিয়নের মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় মাঠে হরিরামপুর ইউনিয়ন তাঁতীলীগ আহবায়ক কমিটির আয়োজনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
হরিরামপুর ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক সোহরাব উদ্দিন এর সভাপতিত্বে সদস্য সচিব আল মামুন সাদেক (শামীম) এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, জননী গ্রুপের চেয়ারম্যান জননেতা ইকবাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উপজেলা শাখার সহ সভাপতি আল্লামা ইকবাল বাবুল।
উপজেলা তাঁতীলীগের আহবায়ক নেয়ামত আলী খান, সদস্য সচিব কামরুজ্জামান মিন্টু, যুগ্ম আহবায়ক রেজাউল করীম কায়েস। সাখুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর। উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক সামী।
হরিরামপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা শেখ ফরিদ।
সাখুয়া ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক আলমগীর কবির জলিল, সদস্য সচিব আব্দুল লতিফ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন হরিরামপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এনামুল হক বুলবুল।