ফকরুদ্দীন আহমেদ, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসন বীরমুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। শনিবার (৯জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার শেষে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডারদের কাছে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ত্রিশাল তরিকুল ইসলাম, উপজেলা ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, সাবেক উপজেলা কমান্ডার মোজাহিদ খান ভোলা, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার কেন্দ্রীয় নেতা নূরুল ইসলাম মোমিনসহ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেত্রীবৃন্দ।
