স্টাফ রিপোর্টারঃ
ত্রিশাল উপজেলা প্রেসক্লাব এর পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে ।
বুধবার (১৬ ডিসেম্বর ২০২০) মহান বিজয় দিবসের প্রভাতে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে ত্রিশাল বাসষ্ট্যান্ড সৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় ।
এসময় উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আরিফ রব্বানী, সাধারণ সম্পাদক ফকরুদ্দীন আহমেদ, দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সমাজকল্যান সম্পাদক মোমিন তালুকদার,তথ্যবিষয়ক সম্পাদক আনিছুর রহমান বিপ্লব, ধর্ম বিষয়ক সম্পাদক ফজলুর রহীম।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান।