ফকরুদ্দীন আহম্মেদ, নিজস্ব প্রতিবেদকঃ
সবাই মিলে কাজ করি, সমৃদ্ধ ত্রিশাল গড়ি স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় প্রতিষ্ঠিত ত্রিশাল হেল্পলাইনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
২ সেপ্টেম্বর সকালে পৌরসভা হলরুমে উপজেলা হেল্পলাইনের সভাপতি হামিদুর রহমান সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন,সহকারী কমিশনার ( ভূমি) ত্রিশাল, ময়মনসিংহ তরিকুল ইসলাম তুষার, প্রধান বক্তা ছিলেন, ত্রিশাল পৌরসভার মেয়র অলহাজ্ব এবিএম অানিছুজ্জামান অানিছ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা অাওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অানম জিল্লুর রহমান, বাগান ইসলামিয়া অালীয়া মাদরাসার অধ্যক্ষ অানোয়ার সাদাত জাহাঙ্গীর, ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফকরুদ্দীন অাহমেদ ও ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন শামীম,ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটির সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা হাত বাড়াও সংগঠনের সভাপতি, মারুফ হোসেন, উপজেলা হেল্পলাইনের সাধারণ সম্পাদক এস এম ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ইশতিয়াক, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান বাবু । সভা সঞ্চালনায় ছিলেন শাকিল অাহমেদ।
অনুষ্ঠানটি কোরঅান তেলায়তের মধ্যদিয়ে শুরু হয়ে ভরতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর বিদয়ী অাত্মার প্রতি ১মিনিট দাঁড়িয়ে গভীর শ্রদ্ধা জানান। পরে অনুষ্ঠান শেষে কেক কাটা হয়।