ভালুকা ময়মনসিংহ প্রতিনিধিঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এমপি মহোদয় আজ ভিডিও কনফারেন্সেের মাধ্যমে ময়মনসিংহের ভালুকায় ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র শুভ উদ্বোধন করা হয়েছে।
২৭আগস্ট বৃহস্পতিবার ময়মনসিংহের জেলা প্রশাসনের কার্যালয়ে বিদ্যুৎ বিভাগের আয়োজনে ভালুকা ১৩২/৩৩ গ্রিড শুভ উদ্বোধন করেন।
ময়মনসিংহের জেলার প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকার মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপি মহোদয়, সংরক্ষিত নারী সংসদ সদস্য জনাবা মনিরা সুলতানা মনি মহোদয়, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এড. জহিরুল হক খোকা, সহ সভাপতি জনাব আমিনুল হক শামীম সহ সংশ্লিষ্ট বিভাগের উচ্চপদস্থ সহ কর্মকর্তাগন, মাননীয় এমপি মহোদয়ের একান্ত সচিব ও সাবেক জেলা ছাত্রলীগ নেতা সুমিত চক্রবর্তী নিপুণ প্রমুখ।