১৯৯০ ।
— সেলিনা জাহান প্রিয়া ।।
প্রিয় অরণ্য চলো আবার ফিরে যাই ১৯৯০ সনে
ঐ নস্টালজিয়া মতো স্বচ্ছ এখন আর কিছুই নাই !
তুমি ১৯৯০ এর দশকের প্রেমিক পুরুষ আর
আমি অষ্টাদশী প্রেমিকা,
হতে পারবে কি!
অরণ্য ? চল ১৯৯০ ফিরে যাই ।
সপ্তহে এক বার কিংবা মাসে একবার হটাৎ বৃষ্টির মতো
এক পলক দেখা কিংবা দেখার জন্য কত অপেক্ষা !!
নীরব চোখ , নীরব কথা চিন্তা
চার পাশে কত চোখ
কত পাহারা
কত নিয়মের দেয়াল ঘেরা ।
চার পাশ নীরবতার মাঝে
মুখ ফিরিয়ে লাজুক হাসি
কত গল্প , কত অভিমান
সব ভুলে আবার চিঠি !!
একবার চিঠি দিয়ে অপেক্ষার রাত্রি
কথা হবে দু-জনের কেমন আআছি, এই প্রযন্ত।
টেলিফোন,ফেইসবুক,
টুইটার সব কিছু তখন কল্পনা অতীত ।
সাদা কালো টেলিভিশনে কত কল্পনা
তখন যে মনে মনে রঙ্গিন!
ইশারা দিয়ে ঐ কত কথা নীরব চোখ-
ডাক ঘরে তোমার বেনামে বেয়ারিং চিঠি
মনের আঙ্গিনায় থাকা কথা গুলো
নীল খামে করে রেখে আসার কি দারুন অনুভুতি!
তুমি বছরের পর বছর আমার দেখা না পেলেও
আমার জন্য ভালোবাসা গুলো জমিয়ে রাখতে
পারবে ঐ১৯ ৯০ দশকের প্রেমের মতো!
বছরে একবার দু বার সিনেমা দেখা
দুই ঈদে কিছুটা সময় স্বাধীন হয়ে যাওয়া
ফুসকার দুকানে চটপটি ঝালে লাল হয়ে যাওয়া
ফানটা সেভেন আপে সে কি দারুন মজা ।
এক মুঠো চুড়ি কিনে দিলে আনন্দে চোখের জল
তোমার ঐ ১৯৯০ দশকের প্রেম এই বিশ্বাসের ছায়া –
কোন দিন সন্দেহ করবে না ভালোবাসা নিয়ে।
আমার সাথে দেখা করার দিন লাল শাড়ি, নীল চুড়ি
আর কালো ছোট একটা টিপ
তুমি ঐ ১৯৯০ দশকের মতো হবে কি !
শত ঝড়,শত দুঃখ কষ্টে দু-জন একসাথে \
প্রিয় তম তুমি কি ১৯৯০ দশকের প্রেমিক হতে পারবে!
আমার জন্য রাস্থার মোরে অপেক্ষা ক্রতে করতে
আমায় হটাত দেখে সেই মিস্তি হাসি দিবে ?
বল তুমি সেই আমার অরণ্য হবে কি ?
১৯৯০ সনের ।।