বিশেষ প্রতিবেদক: বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ফোন ব্যান্ড শপ রিয়েলমি’র ময়মনসিংহে প্রথম ব্যান্ড শপ উদ্বোধন করা হয়েছে । জেলার ভালুকা উপজেলার সিডষ্টোর বাজারের আল মদিনা শপিং কমপ্লেক্সের আর এইচ আর টেলিকমে ১৬ জুলাই বৃহস্পতিবার বিকেলে প্রতিষ্ঠানটির হেড অফ সেলস কাউসার আহমেদ মামুন আনুষ্ঠানিকভাবে এই ব্যান্ড শপ উদ্বোধন করেন । উদ্বোধনী অনুষ্ঠানে রিয়েলমি’র হেড অফ সেলস কাউসার আহমেদ মামুন বলেন, এই ব্যান্ড শপ থেকে ক্রেতারা সর্বোচ্চ সাশ্রয়ী মুল্যে রিয়েলমি ব্যান্ডের মোবাইল ফোন কিনতে পারবেন।
আর এইচ আর টেলিকমের স্বত্বাধিকারী মো: মাহমুদুল হাসান রাসেল মৃধা বলেন, অন্যান্য ব্যান্ডের তুলনায় অপেক্ষাকৃত কম দামে বেশি ফিচার ও আকর্ষনীয় মডেল দিচ্ছে রিয়েলমি। সাধারণ দোকান থেকে বেশি দামে রিয়েলমি’র ফোন কেনার পরিবর্তে এই ব্যান্ড শপ থেকে অরিজিনাল ফোন কিনতেও গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে রিয়েলমি’র এরিয়া ম্যানেজার নাফিস আহমেদ তন্ময়, এক্সিকিউটিভ মোবাইল ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী মো: ছাদেকুর রহমান, আর এইচ আর টেলিকমের স্বত্বাধিকারী
মো: মাহমুদুল হাসান রাসেল মৃধার বাবা হাজী চাঁন মিয়া মৃধা, শাহী ট্রেডিং এর চেয়ারম্যান তৌফিক আহমেদ সোহাগ, শান জেন্টস ফ্যাশনের স্বত্বাধিকারী মিজানুর রহমান মিজান এবং বিশিষ্ট ব্যবসায়ী আবু রায়হান কুটিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
