নিজস্ব প্রতিবেদকঃ ত্রিশালের পল্লীতে গৃহ বধুর মৃত্যু আত্মহত্যা না খুন এ নিয়ে শ্বশুরালয় ও পিত্রালয়ের পরিবারের মাঝে সংশয় দেখা দিয়েছে। শ্বশুরালয় থেকে আত্মহত্যা বলা হলেও পিত্রালয় থেকে রহস্যজনক আত্মহত্যা দাবী করা হচ্ছে।
জানা যায়, ত্রিশাল উপজেলার গুজিয়াম গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে রতন মিয়ার স্ত্রী বেদেনা খাতুনকে অসুস্থ চালিয়ে তার শ্বশুর গত ২৩ নভেম্বর ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্য চিকিৎসক পরীক্ষানীরিক্ষা করে বেদেনাকে মৃত ঘোষনা করে।
পরে ময়না তদন্তে প্রাথমিকভাবে বেদেনার শরীরের বিভিন্ন স্থানে জখম পাওয়া যায় এবং বেদেনা বিষপানে আত্মহত্যা করেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। এতে বেদেনার পিত্রালয়ে যথেষ্ট সন্দেহের সৃষ্টি হয়। পার্শ্ববর্তী খাগাটি গ্রামের অর্থ্যাৎ বেদেনার ভাই এ ব্যপারে থানায় যোগাযোগ করলে ময়না তদন্তের চুরান্ত রিপোর্ট আসার পর যথাযত আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়। বিধায় পরিবারের পক্ষ থেকে ঘটনার বাহ্যিক তদন্ত অব্যাহত রাখার জন্য আইন প্রয়োগকারী সংস্থার সুদৃষ্টি কামনা করা হয়েছে। এ ব্যপারে ত্রিশাল থানায় ইউডি মামলা হয়েছে।