নিজস্ব প্রতিনিধি: ভালুকার পাড়াগাঁও শিমুলতলী মোড়ে বায়তুল কুরআন হাফিজিয়া মাদরাসার সার্বিক মান উন্নয়ন ও পরবর্তী করণীয় শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সুপ্তি সোয়েটার লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন,আব্দুল হামিদ ক্বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন-জেলা ছাত্রদলের সহ-সভাপতি কায়সার আহম্মেদ কাজল,খলিলুর রহমান,পাড়াগাঁও ছাত্র সংঘের প্রতিষ্ঠাতা, ছাত্রনেতা শাকিব খান,কামরুল হাসান, উপস্থিত ছিলেন, ছাত্রনেতা এাডঃশরীফ হাসান,ছাত্রনেতা শামীম আহম্মেদ,সজিব,লিটন,রতন,সোহেল,কবির,মোস্তাক,মাসুদ,জাহাঙ্গীর, রাসেল,সুজন,শফিকুল,পাড়াগাঁও ছাত্র সংঘের সদস্যবৃন্দ,মসজিদ কমিটির সভাপতি,সম্পাদক,স্থানীয় গণ্যমান্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ। পারিচালনা করেনঃহাবিব জিহাদি এসময় মামুন বলেন:সামাজিক,ধর্মীয় কাজে সকলেই একতা প্রকাশ করে কাজ করলে ভালুকা হবে সমৃদ্ধশীল উপজেলা। মসজিদ কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে মোস্তাফিজুর রহমান মামুনের প্রতি কৃতঙ্গতা প্রকাশ করেন সামাজিক কাজে নিজেকে উৎসর্গ করায়।
