ভালুকা: ভালুকা উপজেলার সিডস্টোর বাজারে আল-মদিনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে মাহমুদুল হাসান মৃধা রাসেল সভাপতি ও জহিরুল ইসলাম কবির সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (৩০ জানুয়ারী) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত এই নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে নির্বাচন পরিচালনা ও ভোট গ্রহন কার্যক্রম সম্পন্ন করেন, মহসিন সরকার সবুজ ( প্রধান নির্বাচন কমিশনার) মো: ছফির উদ্দিন বাচ্চু (সহ: নির্বাচন কমিশনার) ও হানিফ মো: নিপুণ (নির্বাচন কমিশন সচিব) । নির্বাচনে অন্যান্য পদে জয়ী হয়েছেন, নেকবর আলী মামুন (সহ সভাপতি), সোহেল রানা (সহ সম্পাদক), বাদশা মিয়া আলমগীর (কোষাদক্ষ) বিনা প্রতিদ্ধিতায় ও সদস্য পদে মনির হোসেন মিল্টন, কামাল ফকির, সম্রাট শাহজাহান, ফারুক মিয়া।
এ সময় অন্যান্যের মধ্যে ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আবুল কালাম আজাদ, সিডস্টোর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহাব উদ্দিন তালুকদার, হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু, হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান নয়ন প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রধান নির্বচন কমিশনার জানান মার্কেটে মোট ভোটার ১০১ এর মধ্যে ৯৮ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।
নির্বাচনে ৪জন সভাপতি পদে প্রতিদন্ধিতা করে মাহমুদুল হাসান রাসেল মৃধা ৫২ ভোট তার নিকটতম প্রতিদন্ধি রমিজুল ইসলাম খান ৪৩ ভোট পেয়ে ২য় স্থান অর্জন করেন আমান উল্লাহ খান রূপা পান ২ ভোট এবয় মফিজুল ইসলাম সোহাগ পান ১ ভোট।
সহ-সভাপতি পদে নেকবর আলী মামুন-৭৩ভোট পেয়ে নির্বাচিত হন তার প্রতিদন্ধি রুস্তম আলী ৩৫ ভোট পার।
সাধারণ সম্পাদক পদে ৩জন প্রার্থী প্রতিদন্ধিতা করে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হন জহিরুল ইসলাস কবির, তার নিকটতম প্রিতিদন্ধি ছিলেননূরে আলম রুবেল তিনি পান ২৬ ভোট , মহসিন আলম তিনি পান ১৮ ভোট এবং ২টি ভোট বাতিল হয়।
সহ-সম্পাদক পদে ২জন প্রার্থী প্রতিদন্ধিতা করেন সোহেল রানা (তালা) ৬১ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদন্ধিতা করেন মোঃ আনছারুল হক তিনি পান ৩৭ ভোট পান।
তিনি আরো জানান সবচে বেশি প্রতিদন্ধিতা হয় সদস্য পদে এ পদে ৫জন প্রার্থী ছিল এর মধ্যে মনির হোসেন মিল্টন (ডাব মার্কা) ৮২ ভোট পেয়ে ১ম স্থান কামাল হোসেন (বালতি) ৬৬ ভোট পেয়ে ২য় সম্রাট শাহজাহান (হাত পাখা) ৫৮ ভোট পেয়ে ৩য় ও ৪র্থ ফারুক হোসেন (মোরগ) ৫৩ ভোট এক ভোট কম পেয়ে পরাজিত হন আবু রায়হান রবি তিনি পান ৫২ ভোট।
তিনি আরো জানান আমরা নতুন প্রদ্ধতি গ্রহণ করি যাতে করে েএকজন ভোট তার ভোট প্রয়োগ করে বাহিনে নিয়ে যেতে না পারে এর জন্য ৫টি পদের জন্য ৫টি আলাদা ব্যালেট বক্স রাখি প্রতিটি বক্সে তার ভোট প্রয়োগ করে যেতে হবে এতে আমরা শতভাগ সফল হয়েছি। আমি আশা করি আগামী আমাদের এই প্রদ্ধতি অনেকেই গ্রহণ করবেন । আমরা নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য সিডষ্টোর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, সম্পাদকসহ সকলকে আমন্তও জানাই এর মধ্যে সভাপদি হাজি শাহাব উদ্দিন তালুকদার, সহ-সভাপতি মোঃ ফালু সরকার, যুগ্ম সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সদস্য আবুল হোসেন, জাকির আকন্দ ও মোঃ মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন এছাড়াও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য নির্বাচন পর্যবেক্ষণ করেন তাদের সাথে আমরা ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মি কে পর্যবেক্ষনের জন্য আমন্ত্রণ জানাই।