গত বছর বই মেলায় প্রকাশিত হয়েছিলো তার লেখা প্রথম কাব্যগ্রন্থ ” শ্বাসরুদ্ধ কারাগার “ প্রথম বই সাড়া ফেলেছিল বই পিপাসুদের সে বই লিখতে গিয়ে রাত দিন কষ্টকরেছিল পড়া লেখার পাশাপাশি করতে হয়েছিল অতিরিক্ত টিউশনী টিউশনীর টাকা জমিয়ে প্রকাশ করেছিল লেখিকা শেখ সুমাইয়া সুলতানা।
বইটি পাঠকদের মনে ভালোই সাড়া জাগিয়েছিলো। তারই সুবাদে এবারের বই মেলায় প্রকাশিত হতে যাচ্ছে তার বাণীগ্রন্থ “কিছু বলতে চাই”। ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে বইটির প্রচ্ছদ। বইটির নিদারুন একটি প্রচ্ছদ তৈরি করেছেন সুলাইমান সাদী। বইটি বই মেলায় আনছে বাবুই প্রকাশনী। বইটির প্রকাশক মোরশেদ আলম হৃদয়। বইটির নামকরন করেছেন কবি একান্ত চৌধুরী রানা।
বইটির লেখিকা সুমাইয়া বইটি সম্পর্কে বলেন, ” শ্বাসরুদ্ধ কারাগার “ বইটিতে প্রতিবাদী কবিতা রেখেছি বেশি। যেগুলো এদেশের শ্রমজীবী মানুষদের নিয়ে লেখা। ধর্মীয়, রাষ্ট্রীয় ও সামাজিক বিষয়াবলী নিয়ে থাকবে ছোট ছোট বাণী।”
উল্লেখ্য, এর আগেও সুমাইয়া’র বেশকিছু যৌথভাবে লেখা বই প্রকাশিত হয়েছে ত্রিশাল নিউজ ডটকম, বর্ণ।মেলা নিউজ ২৪ ডট কম সহ অসংখ্যা অনলাইনে তবে সুমাইয়া জানান তার একান্ত বই করার প্রতিই আগ্রহ বেশি।
অনেক আগে থেকেই অনেক অনলাইনে লেখালেখি করে জনপ্রিয়তা অর্জন করেছিল আর পাঠকদের অনোরোধে প্রথম প্রকাশ করে শ্বাসরুদ্ধ কারাগার । পাঠক মনে জায়গা করে নেয় লেখিকা শেখ সুমাইয়া সুলতানা তিনি আরো জানা আমি যতদিন পাঠকের ভালবাসা পাব ততদিন বই লেখে যাব।