মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি : ভালুকায় উল্টো পথে অটো রিক্সার সাথে পিকআপের ত্রি-মুখী সংঘর্ষে দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকার ক্ষীরু ব্রীজের উপর।
সুত্র জানায়,ঘটনার সময় ভালুকা বাজার থেকে যাত্রী নিয়ে উল্টো পথে মহাসড়কের ঢাকা মুখী হয়ে ব্রীজ পাড়ি দিচ্ছিল অটোরিক্সা। এ সময় ব্রীজের উপর বিপরীত গামী একটি পিকআপের সাথে ধাক্কা খেয়ে অপর আরেকটি রিক্সার সাথে সংঘর্ষ ঘটে। এ সময় সড়কে যানবাহনের ত্রি-মুখী সংঘর্ষে ৭জন গুরুতর আহত হয়।
গুরুতর অবস্থায় তাদেরকে প্রথমে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশংকা জনক অবস্থায় তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ময়মনসিংহ হাসপাতালে রিক্সা চালক উপজেলার মল্লিকবাড়ী গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র আঃ হেকিম(৫৫) ও ভালুকা পৌর সদরের ৮নং ওয়ার্ডের সোহেল রানা’র পুত্র রাব্বী (১০)’র মৃত্যু ঘটে।
আহতরা হচ্ছে রাব্বীর পিতা সোহেল(৩০) তার মা দোলেনা আক্তার(২৫),দিনাজপুর জেলার নরেশ কুমারের ছেলে চঞ্চল কুমার(৩২),গফরগাঁও উপজেলার আন্তাজ আলীর ছেলে নবী হোসেন(৪০),উপজেলার বাশিল গ্রামের কামরুল হোসেনের স্ত্রী হালিমা আক্তার ও হবিরবাড়ি গ্রামের হারুন মিয়ার মেয়ে হাবীবা আক্তার(১২)।
আহতরা মচিমহায় চিকিৎসাধীন রয়েছে। উল্লেখ্য,মহাসড়কে অটোরিক্সা,সিএনজি,পিকআপ নিষিদ্ধ থাকলেও নিয়মননীতির তোয়াক্কা না করেই অহরহ চলছে এ যানবাহন।
ফোরলেন সড়কে ডিভাইডার ক্রস দুরত্বে থাকায় পুরো সড়কেই উল্টো পথে চলাচলের কারনে সড়কে দুর্ঘটনা ঘটছে বেশী।