স্টাফ রিপোর্টার: ভালুকা উপজেলার ঐতিহ্যবাহী সিডষ্টোর উত্তর বাজারে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কে সু-স্বাদু খাবারের অঙ্গীকার নিয়ে বৈশাখী হোটেল এন্ড পার্টি সেনটারের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার রাত ৮টায় হোটেল এন্ড রেষ্টুরেন্টে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এসময় বৈশাখী হোটেল এন্ড পার্টি সেন্টারের পরিচালক মোঃ বিল্লাল হোসেন,ভালুকা উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিসুর রহমান খোকন, সাধারণ সম্পাদক এজাজুল হক পারুল, মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা পারভীন, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার মোঃ মহিউদ্দিন আহম্মেদ, স্থপতি আলী হুসাইন, হবিরবাড়ী ইউণিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী মোঃ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাাদক আলহাজ্ব মোঃ জুলহাস উদ্দিন মাষ্টার, সিডষ্টোর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন তালুকদার, হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ আবু সাঈদ, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ মিনার হোসেন, জেলা যুবলীগ নেতা আলহাজ্ব জহিরুল হক বিল্লাল,হবিরবাড়ী ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম কাজল, ছাত্র নেতা মোঃ মনিরুজ্জামান নয়ন, হবিরবাড়ী জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এবিএম সিদ্দিক সোহেল, ইউপি সদস্য আঃ রাশিদ ঢালী ও সিডষ্টোর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বৈশাখী হোটেলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ বিল্লাল হোসেন বলেন দির্ঘদিন এই হোটেলটি বন্ধথাকার পর আমি নতুন আঙ্গিকে হোটেলকে সাজিয়ে আপনাদের জন্য নানা প্যাকেজ নিয়ে আসছি। ভালুকা শিল্পাঞ্চল হওয়া সত্তেও এলাকায় একটা কমিউনিটি সেন্টার বা পার্টি সেন্টার নাই তার প্রেক্ষিতে আমি নতুন আঙ্গিকে হোটেলের সাথে পার্টি সেন্টারের উদ্বোধন করতে পেরে ছি এ জন্য লাখ শোকরিয়া। সকলের সুন্দর জীবন কামনা করেন।