ঢাকারবিবার , ৩ ডিসেম্বর ২০১৭
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আর্ন্তজাতিক
  5. ইসলাম
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. জানা অজানা
  12. টিপস
  13. ঢাকা
  14. তথ্য ও প্রযুক্তি
  15. দুর্ঘটনা
সর্বশেষ সবখবর

অফিস-আদালতে’ মাতৃভাষা বাংলার ভুল বানানের ছড়াছড়ি

বর্ণমেলা নিউজ
ডিসেম্বর ৩, ২০১৭ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে মাতৃভাষা বাংলার মর্যাদা অর্জিত হলেও দেশজুড়ে চলছে বাংলা ভুল বানানের ছড়াছড়ি। সরকারি-বেসরকারি অফিস আদালত থেকে শুরু করে রাস্তা-ঘাট সব জায়গাই চলছে ভুলের ছড়াছড়ি।

16425463_1272346192832085_756102244_n

 সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নামফলক, বিলবোর্ড, সাইনবোর্ড থেকে শুরু করে রাস্তার নাম ফলক পর্যন্ত সব লেখাতেই ভুল বানানের ছড়াছড়ি। ঢাকা মেডিকেল কলেজে দেখা গেল ‘ভুল’ শব্দটি লিখতেও ভুল করেছে দেশের প্রধান চিকিৎসা প্রতিষ্ঠানটি। রয়েছে আকর্ষণ দর্শণার্থীগণ, জনগণ বানানে ভুল। ইংরেজি বানান লেখার ব্যাকরণ না মানার প্রবণতা দেখা গেল এখানে।  সরণি বানানের ভুল দেখা যায় প্রায় প্রত্যেক সড়কের নাম ফলকে। আর একাডেমি বানানে যেন পারদর্শী নয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো।

16426365_1272346199498751_144209954_n

Advertisements

ভুল বানানের মহড়ায় শামিল সর্বোচ্চ আদালতের নামফলকও। এখানেও মানা হয়নি বাংলায় বিদেশি শব্দ লেখার নিয়ম।

16443310_1272346179498753_497309550_n

ভুলের মিছিলে নাম লিখিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোও। ইনস্টিটিউট বানানের অজ্ঞতায় যথারীতি প্রশ্ন ওঠে প্রতিষ্ঠানের শিক্ষার মান নিয়ে।

আর শহরের বিভিন্ন এলাকায় দেশি শব্দের পাশাপাশি বিদেশি শব্দ বানানের ভুলের আধিক্যে সঠিকটা নিয়েই বিব্রত শিক্ষার্থী ও অভিভাবকরা।

16443325_1272346202832084_1767181490_n

এতদিনে এসেও বাংলার সঠিক ব্যবহার নিশ্চিত করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন ভাষা সৈনিকরা।

ভাষাবিজ্ঞানীরা বলছেন, ভাষার শুদ্ধতার বিষয়টিতে যথাযথ গুরুত্ব না দেয়ার ফলেই এ অবস্থা থেকে বের হয়ে আসা সম্ভব হচ্ছে না। ভুল ব্যবহার রোধে সচেতন হওয়ার

তাগিদ তাদের।

16467150_1272346209498750_572139783_n

ঢাবি’র ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াৎ আনসারী বলেন, ‘যারা বাংলা ভাষাকে খুব ভাবে ব্যবহার করতে পারছে না বা করছে না তাদের মনের মধ্যে ইংরেজি ভাষাটা ধারণ করে যাচ্ছে। কারণ বাংলা ভাষা মাতৃভাষা বিধায় কোনো ভাবে ব্যবহার করলেও চলে।’

16507118_1272346186165419_1337696351_n

শত্রুর বুলেটের মুখে রক্ত দিয়ে যারা লিখে গেছেন বাংলার প্রতিটি অক্ষর এর ভুল ব্যবহার শুধু তাদের অসম্মানই করে না বিভ্রান্ত করে পুরো জাতিকে। এতদিনে এসেও বাংলার সঠিক ব্যবহার নিশ্চিত করতে না পারায় ভাষা সৈনিকদের আক্ষেপ আর প্রশ্ন আদৌ কি নেয়া হবে এর সঠিক ব্যবহারের উদ্যোগ।

16507385_1272346182832086_1457263933_n

ভাষা সৈনিক আহমদ রফিক বলেন, ‘বাংলা ভাষার বানানের জন্য দুই শ্রেণী দায়ী। প্রথম সরকার আর দ্বিতীয় শিক্ষিত শ্রেণী। কারণ এদের আগ্রহ ও সততার অভাব আছে বলে আমি মনে করি।’

বাংলার এমন ব্যবহার চলতে থাকলে অদূর ভবিষ্যতে এই ভাষা সংকটে পড়তে পারে বলে আশঙ্কা ভাষাবিজ্ঞানীদের। সূত্র- সময় টিভি

ভিডিও-

Advertisements

  বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়। ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫, E-mail: bornamela03@gmail.com