এম.নজরুল ইসলাম,, কুতুবদিয়া প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়া রাজাকারের তালিকায় যে ১৩০জনের নাম উল্লেখ করা হয়েছে সেখানে বড়ঘোপ ইউনিয়নের ৫১, দক্ষিণ ধুরুং ইউনিয়নের ২৩ ও আলী আকবর ডেইল ইউনিয়নের ২০ রাজাকারের নাম পূর্বের সংখ্যায় প্রকাশিত হয়েছে। এবার কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত বিজয়
স্মারক-২০১৪ অনুসারে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ১৬ রাজাকারের নাম অবিকল তুলে ধরা হলো। গ্রাম-কৈয়ারবিল,থানা- কুতুবদিয়া,জেলা-চট্টগ্রাম তৎকালীন এ
ঠিকানামতে সেই তালিকায় রয়েছেন-কলিম উল্লাহ পিতা-বাহার উল্লাহ, কামাল পাশা পিতা-সুলাইমান সিকদার,সামছুল আলম পিতা- আজিজুর রহমান,কামাল উদ্দিন পিতা-সাউচি মিয়া, আবুল হাসেম পিতা-সুলতান আহাম্মেদ,আবু মুসা পিতা-শফিকুর রহমান, লোকমান পিতা-আব্দুর রশিদ, দলিলুর রহমান পিতা-আশরাফ আলী, নাজির আহাম্মেদ পিতা-আলা উদ্দিন,সদর আমিন পিতা-লাল মিয়া, আব্দুল গণি পিতা-খুল্ল্যা মিয়া, মোঃ নুরুজ্জামান পিতা-মুন্সি মিয়া,সাইদ নুর পিতা-আব্দুল হক, নুরুস সাফা পিতা- এলাহদেদ,ফজর আহাম্মেদ পিতা- ওয়াজির আলী, আনিসুল মোস্তাফা পিতা-বাচা মিয়া সিকদার,
